গত কাল ০৫/০৬/২৪ ইং তারিখ সন্ধ্যা ১৮-৩০ ঘটিকার সময় শাহ্ মখদুম থানা ধীন বনলতা আবাসিক (কৃষি ব্যাংকের পূর্ব দিকে) রানার বাসায় অসামাজিক কার্যকলাপ হচ্ছে মর্মে সংবাদ পেয়ে সাংবাদিক ১/মোঃ কাউসার (২৩) দৈনিক দেশ পত্রিকা পিতা মোঃ রাজ্জাক সাং মোল্লাপাড়া থানা- কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী ২/ মোঃ মানিক সাধন (৩০) নববানি পত্রিকার রিপোর্ট পিতা মৃত নূর হোসেন, সং ছোট বনগ্রাম থানা- চন্দ্রিমা মহানগর রাজশাহী ৩/ মোঃ রহমত (২২) দৈনিক দেশ পত্রিকার রিপোর্টার পিতা মোঃ মমিনুল ইসলাম সাং হরগ্রাম পূর্বপাড়া, থানা- কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী ৪/ মোঃ কাউসার আলী (২৩) ডিডিপি টিভি ও দৈনিক দেশ পত্রিকা পিতা মোঃ আউয়াল সাং হরগ্রাম নতুন পাড়া, থানা- কাশিডাঙ্গা, মহানগর রাজশাহী ৫/ মোহাম্মদ রতন (২০) পেশা ছাত্র পিতা মোঃ হুমায়ুন কবির সাং হেতিমখানা, থানা- বোয়ালিয়া মহানগর রাজশাহী ৬/ মোঃ শাকিল (২৪) ডিডিপি টিভি পিতা জার্মান সাং ফুটকিপারা থানা- শাহ মখদুম মহানগর রাজশাহী ৭/মোঃ সালাউদ্দিন (৩৬) দৈনিক দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার পিতা মোঃ জালাল উদ্দিন সাং হরগ্রাম শেখপাড়া থানা- কাশীডাঙ্গা মহানগর রাজশাহী ৮/ মোঃ আশিক হাসান (২৩) দৈনিক দেশ পত্রিকা পিতা মোঃ সরদার আলী সাং লক্ষীপুর ভাটাপাড়া, থানা- রাজপাড়া মহানগর রাজশাহী। সবাই উক্ত বাসায় গিয়ে ১/ মোছাঃ সুমি (২৬) গৃহিনী পিতা খলিল (তেরখাদিয়া ভাড়া বাসায় থাকেন) স্থায়ী ঠিকানা সাং টগরইল থানা- নাচোল চাঁপাইনবাবগঞ্জ ২/ মোছাঃ শম্পা (২০) (সিটি কলেজ সেকেন্ড ইয়ার) পিতা আসাদ আলী সাং কোটষ্টেশন থানা কালিয়াডাঙ্গা রাজশাহী ৩/ প্রিয়াঙ্কা খাতুন (২১) গৃহিণী স্বামী (পুলিশ সদস্য)নাম দিতে অস্বীকৃতি জানায়, পিতা নজরুল মন্ডল সাং মাদ নগর থানা- ললডাঙ্গা, জেলা- নাটোর। ৪/ পপি (৩৪) গৃহিনী পিতা বাবোর আলী সাং ওমর পুর থানা-শাহ্ মখদুম রাজশাহী মহিলা দের কে উল্লিখিত বাসায় অসামাজিক কাজে দেখতে পায়, পরবর্তী কথিত সাংবাদিক গন বাড়ির মালিক রানাকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন, পরে রানা 999 ফোন দিয়ে থানার সহযোগিতা চান। 999 সংবাদ পেয়ে শাহ্ মখদুম থানার ওসি তদন্ত তানভীর আহমেদ টহল পুলিশ সহ উক্ত বাসায় উপস্থিত হয়ে সকল কেই থানায় নিয়ে আসেন। বর্তমানে চার জন মহিলা ও আট জন সাংবাদিক থানা হাজতে আছে। আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।