আবারো বেড়েছে গরুর মাংসের দাম

আবারো বেড়েছে গরুর মাংসের দাম

আবারো বেড়েছে গরুর মাংসের দাম। এক সপ্তাহ আগেও ৭৫০ টাকা বিক্রি হলেও শুক্রবার (১৪ এপ্রিল) প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। মাংস বিক্রেতাদের দাবি, আসন্ন ঈদুল ফিতরের কারণে দাম বেড়েছে। এদিকে স্বস্তি ফেরেনি সবজির বাজারেও। সবকিছুর বাড়তি দামে বাধ্য হয়েই কম কিনছেন সীমিত আয়ের মানুষেরা। শুক্রবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে অন্তত ১০-২০ টাকা বেড়েছে। বিশেষ করে নতুন সবজির দাম বেড়েছে।

মিরপুর-১ বাজারের সবজি বিক্রেতা আশরাফ বলেন, স্বাভাবিক সময়ে সবজির এতো দাম কখনো দেখিনি। রমজান হিসেবে দাম কম হওয়ার কথা। কারণ রমজানের শেষের অংশে সবজির চাহিদা কমে যায়। তারপরও এতো দাম কেন বুঝতে পারছি না। তিনি বলেন, আলু আর পেঁপে ছাড়া কোনো সবজি ৬০ টাকার নিচে নেই। বেশিরভাগ সবজির কেজি এখন ৮০ টাকার ওপরে। মাছের বাজারে খোঁজ নিয়ে দেখা যায় সেখানেও আসেনি স্বস্তি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। পাশাপাশি প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *