আনচেলত্তি রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত

আনচেলত্তি রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত

চ্যাম্পিয়নস লিগে গতবার ম্যানচেস্টার সিটির মাঠে সেমিফাইনালে হার দেখেছিল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নদের কাছে সেই হারের জ্বালাটা কেমন লেগেছিল সেটা কোচ কার্লো আনচেলত্তির প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শিষ্যরা মধুর প্রতিশোধ নেওয়ায় গর্ববোধ করছেন রিয়াল মাদ্রিদের এই কোচ।

ইতিহাদে গতবার ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে রিয়ালকে বিদায় নিতে হয়েছিল। এবার অবশ্য শেষ আটের লড়াইয়ে একই মাঠে ম্যাচটা গড়ায় টাইব্রেকারে। সেখানেই সিটিকে পরাস্ত করেছেন তারা। ম্যাচের পর আনচেলত্তি বলেছেন, ‘আমার বিশ্বাস সিটিকে অন্য কোনওভাবে হারানো সম্ভব ছিল না। ফলে আমরা যা করেছি, তাতে ভীষণ গর্বিত।’

স্নায়ুক্ষয়ী পেনাল্টির সময় অস্থির অবস্থায় ছিলেন আনচেলত্তি। টাচ লাইনে অস্থিরভাবে পায়চারি করছিলেন তিনি। আনচেলত্তি বলেছেন, যখন শুটআউটে ম্যাচ গড়ায় তিনি নিশ্চিত ছিলেন যে, তার দল বাধা পার করে ফেলবে, ‘পেনাল্টি শুটআউট যখন শুরু হলো, আমরা নিশ্চিত ছিলাম যে বাধা পার করে ফেলবো।’

নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র ছিল। অতিরিক্ত সময়ে তারা সিটিকে গোল করতে দেয়নি। তার পরেই ম্যাচ গড়ায় শুটআউটে। আনচেলত্তি দলের রক্ষণের প্রশংসা করেছেন এভাবে, ‘আমরা রক্ষণ খুব ভালোভাবেই সামলেছি। কারণ বিষয়টা ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার। মাদ্রিদ এমন একটা ক্লাব যখন কোনও উপায় না থাকলেও টিকে থাকার জন্য সব সময় লড়াকু মানসিকতা নিয়ে খেলে। তখন কিন্তু একটা না একটা পথ বের করে ফেলি আমরা।’