২৯ হাজার ছাড়ালো গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত

২৯ হাজার ছাড়ালো গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৯২ জনে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ১০৭ ফিলিস্তিনি নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন।

এর আগে রবিবার মন্ত্রণালয় জানিয়েছিল, নিহতের সংখ্যা ২৮ হাজার ৯৮৫ জন।

নিহত ও আহতের পাশাপাশি বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ উপত্যকায় বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্মীর ঘাটতি তীব্র।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাসসহ ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ১২০০ নিহত ও দুই শতাধিককে জিম্মি করে গাজায় নিয়ে গেছে ফিলিস্তিনি যোদ্ধারা। জবাবে ওই দিন গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। যা এখনও চলমান রয়েছে।