শাহরুখপুত্র আরিয়ানের মামলার প্রধান সাক্ষীর মৃত্যু

শাহরুখপুত্র আরিয়ানের মামলার প্রধান সাক্ষীর মৃত্যু

মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। ২০২১ সালের ২ অক্টোবর মাদক পার্টি থেকে তাকে আটক করা হয়েছিল। সেই মামলা নতুন করে আবারও আলোচনায়।শাহরুখপুত্রের মামলার প্রধান সাক্ষী প্রভাকর সেল শুক্রবার (১ এপ্রিল) বিকেলে মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ৩৭ বছরের প্রভাকর। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমন দাবিই করেছেন তার আইনজীবী তুষার খন্ডার।

শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের নিজ বাড়িতে অবস্থান করছিলেন প্রভাকর। শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত মুম্বাইয়ের রাজাওয়াদি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সেখানেই তাকে মৃত ঘোষণা করেন। কর্ডেলিয়া ক্রুজ শিপ থেকে শাহরুখপুত্রকে আটক করেছিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলা করেছিল। এনসিবির পক্ষে এ মামলার অন্যতম সাক্ষী ছিলেন প্রভাকর। তার মৃত্যুতে নতুন মোড় নিতে পারে আরিয়ানের মামলাটি। এমনও মনে করছেন বি-টাউনের অনেকে। মাদক মামলায় আটক হওয়ার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখপুত্র। শাহরুখ খানকেও বেগ পেতে হয়েছিল। গ্রেফতারের ২৭ দিন পর কারামুক্ত হয়েছিলেন আরিয়ান। শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল আরিয়ানকে।