যুক্তরাষ্ট্রে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর ইউএসএ টুডে’র।

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতালে ৪০ জনেরও বেশি আহত মানুষ ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ময়লাবাহী ট্রাকের সঙ্গে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগোগামী যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় লাইনচ্যুত হয় ট্রেনটির অন্তত ৭টি বগি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দমকল বাহিনী। পরে তাদের হেলিকপ্টারের সাহায্যে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেল অপারেটরের (অ্যামট্রাক) পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যানসাস শহর থেকে ৮৪ মাইল (১৩৫ কিলোমিটার) দূরে অবস্থিত মেন্ডন শহরের কাছে ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।  দুর্ঘটনার পরই যুক্তরাষ্ট্রের জরুরি সার্ভিস বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।