মালদ্বীপে ‘পবিত্র শবে মেরাজ’ পালিত

মালদ্বীপে ‘পবিত্র শবে মেরাজ’ পালিত

২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে পালিত হয়েছে। এ উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে মাদিনার জামায়াত মালদ্বীপ শাখার উদ্যোগে ‘পবিত্র শবেমেরাজ’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

মাদিনার জামায়াত মালদ্বীপ শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় ইসলামিক আলোচনা করেন- প্রবাসী মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মোসলেউদ্দিন, মাওলানা মো: আফজাল হাবিব, মাওলানা মো. সাদেকুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী ব্যবসায়ী মো. জাকির হোসেন, শাহাজালাল শিকদার, মালদ্বীপ রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ফাইজুর রহমান ফয়েজ, এমআর কামাল হোসেন, হাসান ইমাম, নীল দরিয়া শিল্পগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি সুবর তালুকদার, প্রবাসী স্যোসাল ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি মো. রবিউল আলম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন রাজু, নীল দরিয়া শিল্পগোষ্ঠীর মো. জাহিদ হাসান, প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, প্রবাসী পরিষদ মালদ্বীপ শাখার আহব্বায়ক দুলাল ভাণ্ডারি, আনোয়ার হোসেনসহ মালদ্বীপের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। পরিশেষে বিশ্বের সব মুসলিম নর-নারীর জন্য দোয়া মোনাজাত করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।