সবুজ নীল রঙের মেলায় ব্যাডমিন্টন প্রেমীরা।

 

দীর্ঘ বিরতির পর রাজশাহী জেলা জিমনেসিয়ামে আবারো ব্যাডমিন্টন প্রেমীরা।আজ ২৬ সেপ্টেম্বর রাত ৮ টায় ব্যাডমিন্টন এর নতুন যাত্রা শুরু করা হলো। এখন থেকে রাতেও ব্যাডমিন্টন খেলতে পারবে রাজশাহীর ব্যাডমিন্টন প্রেমীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, দুদক সহকারী পরিদর্শক মাজেদুল হক,ব্যাডমিন্টন সমিতির সাধারণ সম্পাদক আরিফুল আলাম, খন্দকার মো:রেজাউর রহমান,সহকারী অধ্যাপক শহীদ এ,এইচ,এম কামরুজ্জামান কলেজ রাজশাহী,  ব্যাডমিন্টন একাডেমির কোচ আলমাস আল হোসেন (জয়) ও সিনিয়র ব্যাডমিন্টন প্লেয়ার আকিব,বাবু,রাশা,খোকন,রনি,অর্ক প্রমুখ।এ সময় ব্যাডমিন্টন একাডেমি সাধারণ সম্পাদক আরিফুল আলাম তার একাডেমীর প্লেয়ার অর্ক কে একটি ব্যাডমিন্টন ব্যাট দিয়ে সহায়তা করেন।যাতে করে সে নিয়মিত ব্যাডমিন্টন প্র্যাকটিস করতে পারেন।সর্বশেষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু তার বক্তব্যে বলেন আগামীতে কোন সময় বাংলাদেশ সরকার হাউজিংয়ের জন্য যদি কোন সময় বলে আমরা চেষ্টা করব এই জিমনেসিয়ামে যেন আর হাউজিং না হয়।তিনি আরো কিছু বলে তার বক্তব্য শেষ করেন।