বাগেরহাটে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে ভারতীয় জেলে

বাগেরহাটে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে ভারতীয় জেলে

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৩৫ ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক খোকন হোসেন এ আদেশ দেন।

এর আগে সোমবার (২৭ জুন) গভীর সমুদ্র থেকে তাদের আটক করে নৌবাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার রাতে মোংলা থানায় প্রথম ধাপে ৬৫ জনকে হস্তান্তর করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার বাকি আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বরত সহকারী পরিদর্শক এসএম আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।