বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা

চলতি মাসের শেষে সাদা বলের ক্রিকেট খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। শুরুতে তিন ম্যাচের টি-২০ খেলবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ওই সিরিজের সূচি চূড়ান্ত করেছে।

আগামী ৩০ জুলাই হারারেতে প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ। পরদিনই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। শেষ হটি-২০ হবে ২ আগস্ট। ম্যাচ তিনটি বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

এরপর হারারেতেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটি যথাক্রমে ৫, ৭ এবং ১০ আগস্ট মাঠে গড়াবে। ওয়ানডে ম্যাচ তিনটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণার পাশাপাশি উচ্ছ্বসিত হওয়ার মতো এক সিরিজের কথা জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তারা ভারতের বিপক্ষে আগস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ছয় বছর পরে জিম্বাবুয়ে গিয়ে ১৮, ২০ ও ২২ আগস্ট ওয়ানডে সুপার লিগের অংশ ওই তিন ম্যাচ খেলবে ভারত।  এরচেয়েও বড় খবর হলো ১৮ বছর পরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তারা অজিদের বিপক্ষে ২৮ ও ৩১ আগস্ট প্রথম দুই ওয়ানডে খেলবে। ৩ সেপ্টেম্বর খেলবে সিরিজের শেষ ম্যাচ। তিনটি ম্যাচই টাউনসিভিলিতে অনুষ্ঠিত হবে।