নিহত ১৭, ফিলিস্তিনিদের বাড়িতে ইসরায়েলি হামলা

নিহত ১৭, ফিলিস্তিনিদের বাড়িতে ইসরায়েলি হামলা

অবরুদ্ধ গাজা উপত্যকার দেইর আল বালাহ ও জাবালিয়া শিবিরে ফিলিস্তিনিদের বাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২ মার্চ)  তিনটি বাড়ি লক্ষ করে এই হামলায় ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণায়ের এক সূত্র জানিয়েছে, এই হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের হামলা করা এই বাড়িতে ৭০ জন উদ্বাস্তু বাস করতেন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহ অঞ্চলের দুইটি বাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ দিকে দক্ষিণ গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েল। এই হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৪৮তম দিন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩০ হাজান ৩২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭১ হাজার ৫৩৩ জন।