ময়মনসিংহে নদীতে সাঁতার কাটতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহে নদীতে সাঁতার কাটতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে নেমে আবু নাইম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরের দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জালপাজা গ্রামে খিরু নদীতে এ ঘটনা ঘটে। নাইম গাজীপুরের শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে জালপাজা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

জালপাজা সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আলম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নাইম তার তিন-চারজন বন্ধুকে নিয়ে জালপাজা গ্রামের খিরু নদীতে সাঁতার কাটতে নামে। ঘণ্টাখানেক পরে তার বন্ধুরা উঠে আসলেও আবু নাইম নিখোঁজ ছিল। স্থানীয়রা খোঁজাখুঁজি করে নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শুনেছি এক এসএসসি পরীক্ষার্থী খিরু নদীতে সাঁতার কাটতে নেমে মারা গেছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এ বিষয়ে কিছু জানায়নি।