টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিশুরা

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিশুরা

রাজশাহীর বুধপাড়া অঞ্চলে নামাজ পড়াতে যুবক ও শিশুদের উদ্বুদ্ধ করতে তিন শিশুকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া ১২ শিশুকে ১২ টি স্কুল ব্যাগ দেওয়া হয়।

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিশুরা
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিশুরা

কোরআনের মাস পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কোরআনের জ্ঞানের আলো এবং নামাজের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর ভাবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে নতুন বুধপাড়া যুবসমাজ একটি ব্যতিক্রমী উদ্যোগ ‘ফজর ক্যাম্পেইন’ এর আয়োজন করেছিল। এই আয়োজনে মোট ৫০ জন শিশু ও যুবকদের নিয়ে ফজর ক্যাম্পেইন এর দীর্ঘ ৪০ দিনের বেশি পথচলা।

এই আয়োজনে যে সকল শিশু ও যুবকরা একটানা ৪০ দিন মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে এবং মাসনুন দোয়া ও মৌলিক বিষয়াবলি ইত্যাদি প্রতিযোগীতায় উত্তীর্ণ হবে তাদের প্রত্যেককে উপহার হিসেবে একটি করে সাইকেল দেওয়ার ওয়াদা বদ্ধ হয়েছিলো নতুন বুধপাড়া যুবসমাজ ।

এর ভিত্তিতে বৃহস্পতিবার ( ২০ এপ্রিল )যোহর নামাজ পর এলাকার মুরব্বীদের উপস্থিতিতে বিজয়ী ৩ শিশুকে বাই সাইকেল ও ১২ শিশুকে ১২ টি স্কুল ব্যাগ উপহার তুলে দেওয়া হয় । এসময় উপস্থিত ছিলেন নতুন বুধপাড়া জামে মসজিদের সভাপতি মো: লুৎফর রহমান ,ইমাম হাফেজ মো: আব্দুর রাজ্জাক,মাওলানা রশিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন ইমাম দারুস সালাম জামে মসজিদ ,হাফেজ মো: সাইফুল ইসলাম ইমাম শহীদ বাগ জামে মসজিদ , হাফেজ মো: মুসা কালিমুল্লাহ ইমাম মৌলবি বুধপাড়া জামে মসজিদ এছাড়াও এলাকার মুরব্বীরা ।