• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না এবার টিউলিপকে ‘দুর্নীতিবাজ’ বললেন ইলন মাস্ক দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির কারামুক্ত হলেন বাবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে না এলডিপি মিয়ানমার থেকে পালিয়ে আসা শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার বিকল্পের ২০২৫ সেশনের পরিচালক আহমেদ রায়হান এবং সহকারী পরিচালক সামসুল আলম। আবু সুফিয়ান: দেশের মানুষের মুক্তির সনদ তারেক রহমানের ৩১ দফা গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ জামায়াতের প্রবীণ কর্মী ইউসুফ আলীর ইন্তেকালে রাজশাহী জেলা জামায়াতের শোক দুঃসংবাদ আবহাওয়া নিয়ে

প্রশ্ন ফাঁস: দুদক কেন চুপ পিএসসির কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে ?

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী ব্যবস্থা নিয়েছে, তা এখনও জানা যায়নি। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া পিএসসির পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গত বুধবার (১০ জুলাই) পিএসসি থেকে দুদক সচিব বরাবর চিঠি দেওয়া হয়। তবে এ বিষয়ে অগ্রগতি কী, বাংলা ট্রিবিউনের পক্ষ  থেকে তা জানার চেষ্টা করা হলেও দুদকের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

পিএসসির ওই চিঠিতে সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, উপপরিচালক মো. আবু জাফর, সহকারী পরিচালক এস. এম. আলমগীর কবীর, অফিস সহায়ক মো. সাজেদুল ইসলাম এবং ডেসপাচ রাইডার মো. খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।

দুদক সচিবকে পাঠানো ১০ জুলাইয়ের চিঠিতে আরও বলা হয়, গত ৫ জুলাই সরকারি কর্ম কমিশনে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ করে পরীক্ষার আগে তা প্রকাশ এবং বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের (উল্লেখিত ব্যক্তিরা) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তারা গ্রেফতার হয়ে বর্তমানে জেলে আটক আছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পিএসসির এসব কর্মকর্তা-কর্মচারী নিজ নামে ও তাদের পরিবারের সদস্যের নামে অসাধু উপায়ে অর্জিত ও তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তি দখলে রেখেছেন বা মালিকানা অর্জন করেছেন। এমন খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এভাবে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর তফসিলভুক্ত অপরাধ। সেজন্য এ বিষয়গুলো তদন্ত করে উপযুক্ত আদালতে বিচার করতে মামলা দায়ের করার জন্য সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এমতাবস্থায় পিএসসির পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণসহ পিএসসিকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

পিএসসির এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদক কী কোনও পদক্ষেপ নিয়েছে জানার জন্য দুদক সচিব ও দুদকের মুখপাত্র খোরশেদা ইয়াসমিনকে কয়েক দফা ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও তিনি তার কোনও জবাব দেননি। রবিবার (১৪ জুলাই) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলামের মাধ্যমে চেষ্টা করেও দুদকের কোনও বক্তব্য জানা সম্ভব হয়নি। দুদক সচিবের একান্ত সচিব রাশেদুর রহমানের মাধ্যমে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, কোনও আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কিনা সেটা তার জানা নেই।

তবে পিএসসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার হওয়া পিএসসির কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা গ্রেফতার হয়েছেন। বিষয়টি দুদকের তফসিলভুক্ত হওয়ায় চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিয়ে পিএসসিকে অবহিত করতে বলা হয়েছে। তবে দুদক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে কিনা, দুদক থেকে সেটা এখনও পিএসসিকে অবহিত করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর