পাটুরিয়ার পথে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’

মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে রো রো ফেরি হেলে পড়ায় উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে। জাহাজটি মুন্সিগঞ্জের লৌহজং হয়ে পদ্মা সেতু অতিক্রম করে গন্তব্যে পৌঁছাবে। এক্ষেত্রে সেতুর নিরাপত্তা ও নির্বিঘ্নে জাহাজটি অতিক্রমের জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিআইডাব্লিউটিএর মাওয়া উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ওবাদুল করিম  এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পানির স্তর থেকে সেতুর স্প্যানের উচ্চতা ৬৭ ফিট। অন্যদিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের উচ্চতা ৫৮ ফিট। ফলে জাহাজটি নির্বিঘ্নেই সেতু অতিক্রম করতে পারবে। সেতুর ১৪-১৫ নম্বর পিলারের মাঝ দিয়ে জাহাজটি অতিক্রম করতে পারে। ওবাদুল করিম জানান, সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্য ও বিআইডাব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পন্টুনে নোঙর করে যানবাহন নামানো সময় ‘শাহ আমানত’ নামে রো রো ফেরিটি হেলে পড়ে। এতে ফেরিতে থাকা ১৪ কাভার্ডভ্যান ও ১০-১২টি মোটরসাইকেল পানিতে পড়ে যায়। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।