হাসপাতালে সংগীতশিল্পী হায়দার হোসেন

হাসপাতালে সংগীতশিল্পী হায়দার হোসেন

জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন হাসপাতালে ভর্তি আছেন। ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে মঙ্গলবারে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান গায়কের স্ত্রী নুসরাত জাহান ।

তিনি জানান, হায়দার হোসেনের ডায়াবেটিসজনিত জটিলতা রয়েছে। মঙ্গলবার তাকে ডায়াবেটিস বেড়ে যাওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গায়কের স্ত্রী আরও জানান, চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন। তাকে দুই-তিন দিন এখানে থাকতে হবে। এখন আগের চেয়ে ডায়াবেটিস স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। হায়দার হোসেন বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খান এর সঙ্গে কাজ করতেন। গত কয়েক বছর ধরে গানে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।