মেসি-সুয়ারেজেও জয়হীন মায়ামি

মেসি-সুয়ারেজেও জয়হীন মায়ামি

প্রায় সাড়ে ৩ বছর পর একই দলের হয়ে মাঠে নেমেছেন দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। প্রাক-প্রস্তুতি মৌসুমে হন্ডুরাসের বিপক্ষে ড্রয়ের পর এবার এফসি ডালাসের বিপক্ষে হেরেই গেল ইন্টার মায়ামি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) টেক্সাসের কটন বোল স্টেডিয়ামে এফসি ডালাসের কাছে ১-০ গোলে হারের স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের একমাত্র গোলটি করেন জেসুস ফেরেইরা।

প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে দুটি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। তবে কোন ম্যাচেই দলকে জেতাতে পারেননি মেসি-সুয়ারেজরা। এমএলএস ক্লাবটির এমন পারফরম্যান্সে হতাশ হয়েছে মায়ামির সমর্থকরাও। মার্কিন ক্লাবটিতে খেলছেন বার্সার আর্জেন্টাইন অধিনায়কের একসময়ের প্রিয় বন্ধু ও সহযোগী লুইস সুয়ারেজও। সাথে জর্দি আলবা, সার্জিও বুসকেটসরা তো আছেনই। তারপরেও প্রাক মৌসুমের দ্বিতীয় ম্যাচটা হেরেই গেল মায়ামি। 

বার্সেলোনাতে থাকতে গোলের পর গোল করেছেন মেসি-সুয়ারেজ জুটি। একসঙ্গে দলকে জিতিয়েছেন বহু শিরোপা। তবে মায়ামিতে তাদের অবস্থা এমন কেন?

নিজেকে দলের সাথে কী মানিয়ে নিতে পারছেন না তারা? নাকি প্রাক মৌসুমের খেলা হওয়ায় একটু গা ছেড়ে খেলছেন মায়ামির ফুটবলারেরা? যদিও এফসি ডালাসের সাথে ম্যাচটাতে জর্দি আলবা বাদে বার্সার সাবেকরা খেলেছেন ৬৪ মিনিট পর্যন্ত।

ম্যাচের শুরুতেই জেসুস ফেরেইরার গোলে এগিয়ে যায় এফসি ডালাস। সেই গোলটাই আর শোধ করতে পারেননি মায়ামির কোনো ফুটবলার। ম্যাচ শেষ হয় ১-০ গোলেই।

এল সালভেদর ও ডালাস ম্যাচসহ আরও পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। সৌদি আরব সফরে ২৯ জানুয়ারি আল হিলাল এবং ১ ফেব্রুয়ারি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে মাঠে নামবে মেসি বাহিনী।

এ ছাড়াও হংকং ও জাপানে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসির মায়ামি। এরপর যুক্তরাষ্ট্রে ফিরে আর্জেন্টাইন ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে এমএলএস ক্লাবটি।