চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুগ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুগ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া

আধিপত্য বিস্তার কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুগ্রুপে মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারীদের সঙ্গে সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির পর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে এক গ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ক্যাম্পাসে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় ওই সময় কলেজের পার্শ্ববর্তী কাজেম আলী হাইস্কুলের সামনে অপেক্ষমাণ এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিএমপির সহকারী উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাস অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।