• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন ১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-সালাহউদ্দিন আহমদ ‘ব্যর্থতার দায় নিয়ে’ ডাকসু নেতা সর্ব মিত্রের পদত্যাগের সিদ্ধান্ত বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সফর পেছাল ক্ষমতায় এলে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, যা বললেন বিসিবি পরিচালকরা

২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধান হয়ে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাটোর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ তিন জেলায় হবে জনসভা। সমাবেশ উপলক্ষে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে এরইমধ্যে মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি শেষ করেছে বিএনপির নেতাকর্মীরা।

ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মোট ১১টি জনসভা করেছেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। এবার ছেলে তারেক রহমান প্রথমবারের মতো দলীয় প্রধান হয়ে আসছেন রাজশাহীতে। জনসভায় বক্তব্য রাখবেন সেই মাদ্রাসা ময়দানে। সেজন্য প্রস্তুত হচ্ছে মঞ্চে। ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দূরের দর্শকদের জন্য বসানো হয়েছে চারটি এলইডি স্ক্রিন। নগরের বিভিন্ন এলাকায় থাকছে মাইকে বক্তব্য প্রচারের ব্যবস্থা। বিএনপি চেয়ারম্যান আসবেন তাই উচ্ছ্বসিত নেতা-কর্মীরা।

দলের নেতাকর্মীরা জানান, তারা আশা করছেন ৫০ থেকে ৬০ লাখ মানুষের সমাগম হবে। সব শ্রেণি-পেশার মানুষে পাশে দাঁড়িয়ে তারেক রহমান দলের নেতৃত্ব দিয়েছেন। তাই সব মানুষ তার আগমনকে অভ্যর্থনা জানাবেন। মানুষ খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তার সন্তান তারেক রহমানকে মানুষ কতো ভালোবাসে তার প্রমাণ দেবে এ সমাবেশ বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

জনসভা উপলক্ষে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, তারেক রহমানের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন বাস্তবায়ন হবে এবং নির্বাচনে এ বিভাগে ভালো করবে দলীয় প্রার্থীরা।

খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্যে দিয়ে রাজশাহী মহানগর একটি নতুন রূপ লাভ করেছিলো। আমরা এরপরের ১৭ বছর দেখেছি রাজশাহী বঞ্চিত, অপমানিত হয়েছিলো। ৩৯টি আসনে আমাদের দল বিজয় লাভ করবে আশা করা যায়।’

আশেপাশের জেলাগুলো থেকে সমাবেশে যোগ দেবে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক। বেলা ১২টায় বিমানযোগে রাজশাহী পৌঁছে, দুপুর সাড়ে ১২ টায় মঞ্চে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের নেতা মঞ্চে বক্তব্য রাখবেন। এখানে ১২টা বা ১২টা ৩০ এর মধ্যে ভাষণ রাখবেন। দ্যাট ইজ ফাইনাল।’

জনসভা মঞ্চেই রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের সকল প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন তারেক রহমান। পরে সভা শেষে নওগাঁ হয়ে বগুড়ায় যাবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।