
প্রিয়জন ডেস্কঃ মিনুর সমর্থনে লাল্টুর নেতৃত্বে ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রচার মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে আজ। প্রচারণার প্রথম দিনেই বিএনপির উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ডে একটি বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক আবু আহমেদ লাল্টুর নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলটি বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর সমর্থনে আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ৫ নং ওয়ার্ডের প্রধান সড়কসহ আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মিছিলটি বের করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল চলাকালে লাল্টু বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি নির্বাচনী মাঠে নেমেছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেই অধিকার ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।
বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও সুশাসনের প্রতিশ্রুতি তুলে ধরেন। অনেক নেতা কর্মী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
প্রচারণা শেষে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামী দিনগুলোতে ধারাবাহিকভাবে প্রচারণা চালানো হবে বলে জানান আয়োজকরা।