
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী সদর–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর সমর্থনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাজশাহী মহানগরের আট নম্বর ওয়ার্ডে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে ওয়ালিউল হক রানার নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রচার মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও আট নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি তাজুল ইসলাম, ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নওশাদ হোসেন মঞ্জু, আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৌফিকুর রহমান রতন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মঈদুর রহমান মঈদ, সাবেক মহানগর সদস্য আলী আহসান নান্নু, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক ভিপি তোফায়েল হোসেন রাজু, আট নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী মোসা: সাজেদা বেগম এবং মহানগর বিএনপির সাবেক সদস্য ফরিদ হোসেন রবিউল।
এ সময় বক্তারা বলেন, জনবান্ধব নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন।