সংবাদ সম্মেলন করে গতকাল রাতে বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকি দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও টিম হোটেলেই অবস্থান করছেন আজকের ম্যাচের দুদলের ক্রিকেটাররা। এখনও বিপিএলের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ আবারও সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, এখন পর্যন্ত ১৫-২০টা ইস্যু নিয়ে বিসিবির কাছে গেলেও কোনোটারই সমাধান পাইনি। নাজমুল ইসলাম তার বক্তব্যে ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেটাররদের সঙ্গে সম্পর্কিত সবাইকেই অপমান করেছেন।




















