সিনহা হত্যা মামলা: চলছে পঞ্চম দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২৭-তম সাক্ষী হিসেবে সেনাবাহিনীর সার্জেন্ট জিয়াউর রহমানের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আজ সাক্ষ্য প্রদানের জন্য ১০ জন সাক্ষী আদালতে উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ বিচারকাজ শুরু হয়। এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে সাক্ষ্য দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী ঘটনার সময় সিনহার সঙ্গে একই গাড়িতে থাকা সঙ্গী সাহেদুল সিফাত। পরে দ্বিতীয় দফায় ৪ দিনে চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করা হয়। তৃতীয় দফায় তিন দিনে পর্যন্ত ৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় চতুর্থ দফায় দুই দিনে ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। পঞ্চম দফার প্রথম দিন রোববার ৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজেন ভ্যান করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।