• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না শীতের দাপটে কাঁপছে রাজশাহী, তাপমাত্রা নেমে এলো ৭ ডিগ্রিতে জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত ভারত নয়, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় বিসিবি—আইসিসিকে চিঠি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, স্কোয়াডে নেই শান্ত–জাকের ভেনেজুয়েলায় হামলা, প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা ঢাকা-১৫ আসনে শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনোনয়নের বৈধতা ফিরে পেতে ৫ জানুয়ারি আপিল করবেন তাসনিম জারা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ভারত নয়, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় বিসিবি—আইসিসিকে চিঠি

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়ে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (রোববার, ৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন পরিচালক বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন।

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানায়, ‘নিরাপত্তাজনিত কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ এ কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন করা হয়েছে। উল্লেখ্য, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। আইসিসি চিঠির উত্তর দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিসিবি। এছাড়াও বিসিসিআইকে মুস্তাফিজ ইস্যুতে চিঠি পাঠানো হয়েছে।’

এর আগে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছিল, সে নজিরও আইসিসির সামনে তুলে ধরেছে বিসিবি।

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ–ভারতের ক্রিকেটীয় সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়। সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনায় সেই টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে।

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।

এদিকে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড আগেই আইসিসির কাছে জমা দিয়েছে বিসিবি। রোববার আনুষ্ঠানিকভাবে সেই দল প্রকাশ করা হয়। স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, সহ-অধিনায়ক সাইফ হাসান।

দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। ভালো ফর্মে থাকলেও জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। বিপিএলে দারুণ পারফরম্যান্স করা রিপন মণ্ডল ও আলিস ইসলাম নির্বাচকদের নজরে থাকলেও প্রাথমিক দলে সুযোগ পাননি।

তবে বিসিবি জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে। এরপর কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।