ভবনটির ৫৭ তলায় হঠাৎ আগুন লাগে। দমকল বিভাগ জানায়, রেস্টুরেন্টটির প্রায় ৩০ শতাংশ অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনতুল ফায়ার স্টেশন প্রধান মোহাম্মদ হাফিজান হাসান বলেন, ‘ঘটনায় কেউ আহত হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।’
দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে সকাল পৌনে ৯টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।
মোহাম্মদ হাফিজান হাসান বলেন, ‘ভবনের নিজস্ব ফায়ার সিস্টেম ব্যবহার করে আগুনকে অন্য তলায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।’
ঘটনার পর টাওয়ারটি পুনরায় সাধারণের জন্য খুলে দেয়া হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেস্টুরেন্টটি বন্ধ থাকবে।






















