“বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন যারা কিনা সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করে থাকে। এই সংগঠনটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে।
২০২৫ সেশনের জন্য নির্বাচিত পরিচালক আহমেদ রায়হান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং সহকারী পরিচালক সামসুল আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
সংগঠনটির সাবেক পরিচালক, ও চেন্জ টিভির প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল মোমেনিন মানিক বিকল্পের নতুন দুই পরিচালক এবং সহকারী পরিচালককে শুভকামনা জানান।