ভারতের আগ্রাসন ও বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা, ভাংচুরের প্রতিবাদে রাজশাহী মহানগর তাঁতীদলের মতিহার ও চন্দ্রিমা থানা শাখার উদ্যোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার ( ০৮ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর মন্ডলের মোড় হতে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে বিনোদপুর বাজারে এসে শেষ হয়। এই সময় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মারুফ নেওয়াজ সিয়াম, রজব আলী, বিপুল, মতিহার থানার সভাপতি রসিদ , সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আন্দোলন , চন্দিমা থানার সভাপতি শাকিল , সাধারণ সম্পাদক আবু হায়াত, সহ- সাধারণ সম্পাদক মুন্না, সাংগঠনিক সম্পাদক পারভেজ, মতিহার থানা কৃষক দলের সদস্য সচিব আকাশ, রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সময় বক্তারা বলেন, ভারত কখনো আমাদের বন্ধু ছিলো না। তারা এতো দিন আমাদের কে শুধু তাদের স্বার্থে ব্যবহার করে গেছে। তাদের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা প্রস্তুত।
I have been exploring for a little for any high quality articles or weblog posts in this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this website. Reading this information So i?¦m happy to express that I have an incredibly excellent uncanny feeling I came upon just what I needed. I most definitely will make certain to don?¦t forget this site and give it a look regularly.
a2g6rg