পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দাখিল করা একটি আবেদনের শুনানির দিন ১০ ডিসেম্বর নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। আবেদনে ২০২৩ সালের ৯ মে’র ঘটনার তদন্তের জন্য একটি বিচারিক কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) আদালত এই তারিখ নির্ধারণ করে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। পোস্টে তিনি গত বছরের ৯ মে এবং পিটিআইয়ের সাম্প্রতিক বিক্ষোভ (২৬ নভেম্বর) নিয়ে তদন্তের জন্য বিচারিক কমিশন গঠনের দাবি জানান।
তিনি জানান, সরকারের সঙ্গে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে পাঁচ সদস্যের আলোচনা কমিটি গঠন করা হয়েছে। ওমর আইয়ুব খান, আলী আমিন গ্যান্ডাপুর, সাহিবজাদা হামিদ রেজা, সালমান আকরাম রাজা এবং আসাদ কায়সারকে নিয়ে গঠিত পাঁচ সদস্যের এই আলোচক দলটি বিচারাধীন রাজনৈতিক বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করবে। সেই সঙ্গে দলটি গত ৯ মে ও ২৬ নভেম্বরের ঘটনাবলির স্বচ্ছ তদন্তের জন্য বিচারিক কমিশন গঠন নিয়েও আলোচনা করবে।
পিটিআই প্রতিষ্ঠাতা শুক্রবার এক্সে আরও একটি পোস্টে তার দাবিগুলো পুনর্ব্যক্ত করেছেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, যদি তার দাবি পূরণ না হয়,তাহলে পিটিআই বয়কট আন্দোলন শুরু করবে।
২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে ইমরান খান গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই দাঙ্গা কমপক্ষে ২৪ ঘণ্টা ধরে চলেছিল।
সুপ্রিম কোর্টের শুক্রবার প্রকাশিত একটি কজ লিস্ট অনুসারে, ইমরানের আবেদনের শুনানি ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বিচারপতি আমিনুদ্দিন খানের নেতৃত্বে সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ ওই শুনানি করবেন।
Your place is valueble for me. Thanks!…
6a9v4b
0bwz8u
Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across. It extremely helps make reading your blog significantly easier.
With havin so much content do you ever run into any problems of plagorism or copyright infringement? My website has a lot of completely unique content I’ve either created myself or outsourced but it seems a lot of it is popping it up all over the internet without my permission. Do you know any solutions to help stop content from being ripped off? I’d truly appreciate it.