ফেসবুক পোস্টের কমেন্টে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এক যুবককে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।
তিনি বলেন, ‘অভিযুক্ত যুবককে ডিএমপি ভাটরা থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। তাকে ঢাকা থেকে নিয়ে আসতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে একটি ফেসবুক পোস্টে নবীকে (সা.) নিয়ে খারাপ ভাষায় কমেন্ট করেন ওই যুবক। তার ওই কমেন্টকে ঘিরে সন্ধ্যার দিকে স্থানীয়সহ বিভিন্ন এলাকার শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিক্ষুব্ধ জনতা যুবকের গ্রামের বাড়িতে অবস্থান নেয়। এ সময় তারা তাকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলেন, ‘ফেসবুক পোস্টে নবীকে (সা.) নিয়ে খারাপ ভাষায় কমেন্ট করায় অভিযুক্ত যুবককে ঢাকায় আটক করেছে পুলিশ। তিনি ঢাকার ভাটরা এলাকায় ভাড়াবাসায় থেকে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন।
Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!
ai3iou