ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের নেতৃত্বেএকটি প্রতিনিধি দল চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা চাইতে এই সফর হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডংএ ইলবো বুধবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিন উন-সিকের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করেছেন। তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। তবে প্রতিবেদনে কোনও সূত্র উল্লেখ করা হয়নি।
অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম কেবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অস্ত্র সহায়তার চাহিদা জানিয়ে সিউলের কাছে অনুরোধ করা হবে।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় প্রতিনিধি দল বুধবারের দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছে। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
এদিকে, মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইউক্রেনীয় প্রতিনিধি দলের সিউলে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।
বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র প্রস্তুতকারী দেশ দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত ইউক্রেনকে মারণাস্ত্র দেওয়ার বদলে অবিস্ফোরিত মাইন সরানোর সরঞ্জামসহ বিভিন্ন সহায়তা প্রদানেই মনোনিবেশ করেছে।
চলতি মাসের শুরুর দিকে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তায়ে-ইয়ুল এক বিবৃতিতে জানান, রাশিয়াকে সমর্থন করতে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মাত্রা ও এর বদলে মস্কোর কাছ থেকে পিয়ংইয়ং কী পাচ্ছে, তা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হবে। সিউল সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।