• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ২১ আগস্ট গ্রেনেড হামলা: আপিলের রায়ে তারেক রহমানসহ সব আসামি খালাস সংসদকে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণমুক্ত করার প্রস্তাব জাতীয় পার্টির ‘বৈষম্যের কারণে আমরা একদেশে দুই ধরনের সমাজ তৈরি করছি’ অস্ত্রের জন্য দ. কোরিয়ায় ইউক্রেনের প্রতিনিধি দল ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: ফারুক সহিংসতায় বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া শুরু হবে কবে? জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া পাচ্ছেন অর্ধেক সম্পদ, রাহমানকে বিশ্বের সেরা পুরুষ দাবি! সোহরাওয়ার্দী ও কবি নজরুলের শিক্ষার্থীদের মোল্লা কলেজে হামলা, আহত ২০ একনেকের প্রায় ছয় হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সহিংসতায় বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া শুরু হবে কবে?

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের সহিংসতার ঘটনায় একের পর এক বন্ধ হচ্ছে রাজধানীর বিভিন্ন কলেজ। এ পর্যন্ত উচ্চ মাধ্যমিক (কলেজ) স্তরের আটটি প্রতিষ্ঠান এবং একটি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠানে কবে নাগাদ শিক্ষা কার্যক্রম চালু করা যাবে তা সুনির্দিষ্ট করে জানাতে পারছে না প্রতিষ্ঠানগুলো। শিক্ষকরা বলছেন, সহিংসতা বন্ধ করতে না পারলে কবে নাগাদ শিক্ষা কার্যক্রম চালু হবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত কয়েক দিনে সহিংসতা-ভাঙচুরের কারণে বন্ধ করা হয়েছে—ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, দনিয়া কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ। এছাড়া মঙ্গলবার (২৬ নভেম্বর) সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রথম শ্রেণিতে ভর্তির লটারিও স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ ও ২১ নভেম্বর ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা ও সংঘর্ষে বন্ধ হয়ে যায় এই দুই প্রতিষ্ঠান। এর আগে আরও দুই দফা ঢাকা সিটি কলেজ বন্ধ করা হয়েছিল ছাত্রদের বিক্ষোভ এড়াতে।

ভুল চিকিৎসায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২৪ নভেম্বর) ন্যাশনাল মেডিক্যালের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওইদিন রাজধানীর প্রায় ৩৭টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ ও ভাঙচুর করে।

সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোমবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর ডেমরা এলাকা (ছবি: ফোকাস বাংলা)

সোমবার (২৫ নভেম্বর) সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলার ‘প্রতিশোধ’ নিতে পরদিন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাল্টা হামলা, ভাঙচুর ও শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এদিন সংঘর্ষের ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন। এসব ঘটনায় বন্ধ হয়ে যায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া কলেজ।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের দাবিতে আন্দোলন করে গত ১৮ ও ১৯ নভেম্বর। আন্দোলন চলাকালে রেলপথ ও সড়ক বন্ধ করে দেওয়া হয়। সহিংসতায় আহত হন নারী ও শিশু। আন্দোলনের কারণে বন্ধ ঘোষণা করা হয় কলেজটি।

সর্বশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়। প্রথম শ্রেণিতে ভর্তির লটারিও স্থগিত করে প্রতিষ্ঠানটি। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টা এবং প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন সহিংসতা থামানো হলেও কবে নাগাদ এসব প্রতিষ্ঠান খোলা হবে তার সঠিক তথ্য জানাতে পারছে না প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শুরু হবে পাঠদান।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে জানতে চাইলে কবি নজরুল সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা বাইরের ইন্ধনে এগুলো করছে। শিগগিরই ঠিক হয়ে যাবে আশা করি। সরকারি সিদ্ধান্ত ও পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান শিগগিরই খুলে দেওয়া হবে।’

শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও বন্ধে শিক্ষা কার্যক্রম ব্যাহত নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক  উপদেষ্টা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘যেকোনও মূল্যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমমুখী করতে হবে। আর কোনও প্রতিষ্ঠানে যেন সহিংসতা ভাঙচুর না হয় সে ব্যবস্থা নিতে হবে। আইনগত ব্যবস্থা নিতে হবে, দ্রুত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে হবে। সহিংসতা ঠেকাতে সরকারকে কঠোর হতে হবে, তা না হলে শিক্ষা লাইনচ্যূত হয়ে যেতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর