
গতকাল রাত আনুমানিক ৮.০০ ঘটিকার সময় নতুন বুধপাড়ার পার্শ্ববর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারুফ (২৫) নামে এক যুবক আহত হয় ।
মারুফ নতুন বুধপাড়া এলাকার বিএনপি নেতা মোঃ মোক্তার আলীর ছেলে। এছাড়াও মারুফ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক। তথ্য মতে মারুফ ঐ রাতে আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে রিয়াদ ও বাবুসহ বৌদ্ধভূমি এলাকার সামনে দিয়ে অতিক্রম করছিল। সে সময় ৭ থেকে ৮ জন যুবক একজন মেয়ের ব্যাগ ধরে টানাটানি সহ মেয়েটির সম্মানহানি ও ছিনতাই করার চেষ্টা করছিল। সে সময় মারুফ সহ অন্যরা মেয়েটির চিৎকারে তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় ছিনতাইকার।
হামলায় মারুফ গুরুতর আহত হয়, পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর মতিহার থানা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক বিষয়টি দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে অবহিত করেন।প্রক্টর মহোদয় গুরুত্বের সাথে বিষয়টি দেখভালের আশ্বাস প্রদান করেন।
রাবির পূর্ব প্রান্তে অবস্থিত এই বৌদ্ধভূমি এলাকায় এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। মূলত প্রশাসনের অবহেলার কারণে এই ধরনের ঘটনা নিয়মিত সংঘটিত হচ্ছে। এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন রাবি কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে না দেখলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় জনগণের বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
very good put up, i actually love this web site, carry on it