কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা দেশের শীর্ষ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট গ্রুপের ৭টি গণমাধ্যমে ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইমরান টিটু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহসভাপতি ফেরদৌস খান ইমন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিঠু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
কর্মসূচিতে বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, অনলাইন সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক সংস্থা, বরগুনা পাবলিক পলিসি ফোরাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রগামীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতারা ও বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।