• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান, অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা মুদি কর্মচারী থেকে ‘সাম্রাজ্যের মালিক’ সাড়ে ৬ কেজি হেরোইনসহ গ্রেপ্তার মৃত্যুর আগে ‘গাজায় যুদ্ধবিরতি’ চেয়েছিলেন পোপ ফ্রান্সিস ২০২৩ সালে কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ইউটিউবে কনটেন্ট তৈরি উপভোগ করি: হিল্লোল শূন্যতার মাঝেই টিটির স্বপ্ন ইউক্রেন-রাশিয়ার সঙ্গে বড় ব্যবসার স্বপ্ন দেখছেন ট্রাম্প পাওনার টাকা দিতে বাসায় ডেকে ব্ল্যাকমেইল, ২ নারী আটক পারভেজ হত্যার ঘটনায় ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল : উমামা ফাতেমা দুই বিভাগে ব্যাপক বজ্রপাত ও ভারি বৃষ্টির শঙ্কা

কৌশিক এবং অন্যান্য… কলকাতায় বুবলীর মন্তব্যে শাকিব

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
কলকাতায় বুবলীর মন্তব্যে শাকিব, কৌশিক এবং অন্যান্য...
কলকাতায় বুবলীর মন্তব্যে শাকিব, কৌশিক এবং অন্যান্য...

প্রথমবার টলিউডের সিনেমায় কাজ; ফলে কিঞ্চিৎ বেশি উচ্ছ্বসিত ঢাকার নায়িকা শবনম বুবলী। ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। প্রযোজনা কলকাতার হলেও নির্মাণ করেছেন ঢাকার তরুণ রাশেদ রাহা। আবার ছবির গল্পও লিখেছেন এখানকার খায়রুল বাসার নির্ঝর। তবে পর্দায় বুবলী সহশিল্পী হিসেবে পেয়েছেন কিংবদন্তি কৌশিক গাঙ্গুলি ও হাল তারকা সৌরভ দাসকে। ফলে তার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে, তা সন্দেহাতীত।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। কলকাতার একটি হোটেলে হাজির হন ছবির শিল্পী-কুশলীরা। ঢাকা থেকে গিয়ে অংশ নেন বুবলীও। সেখানে তিনি ছবির পাশাপাশি আরও বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন।

টলিউড সফর নিয়ে নায়িকার ছোট প্রতিক্রিয়া এরকম, ‘কলকাতায় এটি আমার প্রথম অভিনয়। শুটিং শুরুর দিনে প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়েছিল, শেষেও এই মানুষগুলোর সঙ্গে দেখা হল। খুব ভালো লাগছে। এত সুন্দরভাবে এখানকার মানুষ আমাকে স্বাগত জানিয়েছে, যা সারা জীবন আমার কাছে প্রাপ্তি হয়ে থাকবে। আশা করি এই যাত্রাটা অব্যাহত থাকবে।’

অব্যাহত থাকার জন্য নতুন সিনেমা জরুরি। বুবলী জানালেন, নতুন নতুন আরও কয়েকটি প্রজেক্টের ব্যাপারে কথা চলছে। চূড়ান্ত হলে তবেই সুখবর দেবেন।

টিজার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা কৌশিক গাঙ্গুলিও। বুবলীকে নিয়ে ছবি করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে ছবি করেছি। এবার ছবি করলাম বুবলীর সঙ্গে। পরে বুবলীকে নিয়ে সিনেমা করার কথা ভাববো।’

গাঙ্গুলির এমন কথা শুনে আর দেরি করলেন না বুবলী। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ‘ডাক পেলেই দৌড়ে ছুটে আসবো।’

অনুষ্ঠানে ছবির নির্মাতা-শিল্পীরাশাকিব খানের প্রসঙ্গও উঠে আসে একপর্যায়ে। এক সংবাদকর্মী বুবলীর কাছে জানতে চান, তার কলকাতার প্রথম ছবি নিয়ে শাকিব কিছু বলেছেন কিনা। বুবলী জবাব দিলেন এভাবে, ‘আসলে তার শুভকামনা ও ভালোবাসা অবশ্যই সবসময় থাকে। কারণ আমার ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরে। ওনার মাধ্যমেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন, শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সঙ্গেই তো কাজ করেছি। আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা সবসময়ই থাকে।’

কথার ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ্যে আসা শাকিবের নতুন ছবি ‘দরদ’র পোস্টার নিয়েও প্রশংসাও করেন বুবলী।

উল্লেখ্য, ‘ফ্ল্যাশব্যাক’ ছবিটি প্রযোজনা করেছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্ট। এতে কৌশিক গাঙ্গুলি, শবনম বুবলী, সৌরভ দাস ছাড়াও আছেন টলিউডের প্রভাবশালী অভিনেতা রজতাভ দত্ত। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর