• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১০ দশমিক ৫ ডিগ্রিতে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে-ড. আসাদুজ্জামান রিপন শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে রাজশাহীতে জমজমাট মেস ব্যবসা, ভোগান্তিতে শিক্ষার্থীরা আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা সোমবার থেকেই খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ মধ্যরাতে অথবা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খালেদা জিয়াকে লন্ডন নিতে চায় বিএনপি; সরকারের অনুরোধে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার রাজশাহীতে কাপড়ের দোকানে আগুন, ১৫-২০ লাখ টাকার ক্ষতি

নির্বাচনের বছরে ৩০০ কর্মকর্তা নিতে চায় নির্বাচন কমিশন

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

সংবিধান অনুযায়ী চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনের বছরে নির্বাচনী বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ৩০০ কর্মকর্তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। চলমান একটি বিসিএসের নন–ক্যাডার নিয়োগ দেওয়ার সময়ই যাতে এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া যায়, সে বিষয়ে নির্বাচন কমিশন থেকে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) যোগাযোগ করা হয়েছে। পিএসসি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি সূত্র প্রথম আলোকে জানায়, নন–ক্যাডার থেকে ৩০০ কর্মকর্তা নিয়োগ দিতে চায় নির্বাচন কমিশন। সে জন্য নির্বাচন কমিশন থেকে শূন্য পদের তালিকাও পিএসসিতে এসেছে। নির্বাচন কমিশন কিছুটা দ্রুত এই ৩০০ কর্মকর্তা নিতে চাচ্ছে। ৪০তম বিসিএস থেকেই যাতে এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়, সে জন্য পিএসসিকে অনুরোধ করেছে।

এখন এই নিয়োগ নির্ভর করছে নন–ক্যাডার বিধিমালা অনুমোদনের ওপর। ওই বিধির অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী। তাহলে নন–ক্যাডারের তালিকায় এই ৩০০ জনের নিয়োগের বিষয়টি যুক্ত করা যেতে পারে।

পিএসসি সূত্র জানায়, নন–ক্যাডার নিয়োগের সংশোধিত বিধিটি এখন প্রধানমন্ত্রীর দপ্তরে তাঁর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি এই বিধি অনুমোদন দিলেই ৪০তম বিসিএসে নন–ক্যাডারের তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের চাকরির সুপারিশ করবে পিএসসি। পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি সূত্র প্রথম আলোকে জানায়, নন–ক্যাডারের বিধি সংশোধন করার ফাইলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এ ধরনের ফাইলে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন। তিনি অনুমোদন দিলেই পিএসসি দ্রুত সময়ে নিয়োগের সুপারিশ করতে পারবে। এই অনুমোদন হলে মেধা ও যোগ্যতা অনুসরণ করে নন–ক্যাডারদের নিয়োগ দিতে পারবে।

পিএসসি সূত্র আরও জানায়, ৪০তম বিসিএসে নন–ক্যাডারদের নিয়োগ দেওয়ার জন্য তাঁদের সব প্রস্তুতি নেওয়া শেষ। এ সংশ্লিষ্ট কর্মকর্তারা দফায় দফায় বসে কীভাবে নিয়োগ সম্পন্ন হবে, তা ঠিকও করে ফেলেছেন। ৪০তম বিসিএসের নন–ক্যাডারে থাকা প্রার্থীদের যাতে বেশি দিন অপেক্ষা করতে না হয়, সে জন্য তাঁরা এসব প্রস্তুতি আগেই নিয়ে রেখেছেন। বিধি সংশোধন হওয়ার আদেশ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় ঠিক করতে চাকরিপ্রার্থীদের প্রতি নোটিশ জারি করবেন। ওই সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী কিছুদিন দেশের বাইরে ছিলেন। এখন তিনি ফিরেছেন। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক কিছুর আশা করছে তাঁরা।

পিএসসি সূত্র জানায়, নন–ক্যাডারের সংশোধিত যে বিদ্যমান বিধিটি রয়েছে, তা সংশোধনের উদ্যোগ নেয় সরকার। এরপর প্রস্তাবিত বিধিটি সচিব কমিটিতেও পাস হয়। এটির বিষয়ে পিএসসিকে মতামত দেওয়ার কাজও শেষ। এখন প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই নন–ক্যাডার নিয়োগে আর কোনো বাধা থাকবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বিসিএস থেকে নন–ক্যাডার নিয়োগের ক্ষেত্রে ২০১০ সালের বিধি ২০১৪ সালে সংশোধন করা হয়েছে। বিধিতে বলা আছে, বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডারের পাশাপাশি নন–ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ২৮তম থেকে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন–ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা সম্ভব হয়নি। এ জন্য সরকার বিধি সংশোধন করে ৩৪তম বিসিএস পর্যন্ত নন–ক্যাডার নিয়োগের বৈধতা দিয়েছিল। এখন একইভাবে ৩৫তম থেকে ৪৪তম বিসিএসের নন–ক্যাডার নিয়োগের বৈধতা দেওয়ার চিন্তা করছে সরকার। সে জন্য বিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব প্রথম আলোকে বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর নন–ক্যাডার বিধি সচিব কমিটি পাস করেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।