
মানবিক ফাউন্ডেশন রাজশাহীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে । রাজশাহীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কয়েকজন পেশাজীবী এবং তরুণরা মিলে মানব সেবার মানুষিকতা নিয়ে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাড়ানোর জন্য “মানবিক ফাউন্ডেশন রাজশাহী” নামক সংগঠন কাজ করছে ।
মানবিক ফাউন্ডেশন রাজশাহী এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের বাসায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত ব্যাক্তিদের দাফন সংক্রান্ত কাজ করে আসছে । এর পাশা পাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরন, সচেতনতা মুলক পথ সভা, অনালাইনে করোনা বিষয়ে সচেতেনতা মুল্ক প্রচারনা, পোষ্টারিং সহ নানামুখি কার্যক্রম পরিচালনা করছে ।
রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাসানুজ্জামান হাসু সংগঠনটির কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। ।
তিনি সাংবাদিকদের বলেন, সকলকে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সকলকে এক সাথে কাজ করতে হবে। এছাড়াও উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেনে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য এবং স্বেচ্ছাসেবক সদস্য বৃন্দ ।