রাজশাহীর চারঘাটে মাদক সেবনের টাকা না পেয়ে তারেক (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (২২ মে) দুপুরে উপজেলার থানাপাড়া গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তারেক মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য প্রায় সময়ে তার মায়ের কাছে সে টাকা চাইতেন। টাকা না পেয়ে অধিকাংশ সময়ই হট্টগোল করে বাইরে চলে যেতেন। শনিবারও টাকা না পেয়ে রাগ করে তার ঘরে ঢুকে যান তারেক।
পরে তারেকের মা রূপালী বেগম ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।