লন্ডন থেকে দেশে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান আছেন তার চিকিৎসার সার্বিক তদারকিতে।
এর আগে, গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন, খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স বিমান আগামী ৯ ডিসেম্বর সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে এবং রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে যাত্রা করবে।
তবে বিএনপি চেয়ারপারসন বিদেশযাত্রা করতে পারবেন কি না, তা নির্ভর করছে তার দলীয় সিদ্ধান্ত কিংবা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
এদিকে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা।





















