অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘তিনি বাসায় থাকলেও মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থাকেন। আজকে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনেই হাসপাতালে আনা হয়েছে।’
এসময়, কতদিন ভর্তি থাকবেন এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, পরীক্ষা নিরীক্ষা শেষে শারীরিক অবস্থা বিবেচনা করে তা বলা যাবে।
তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে। নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কেবিনে রাখা হয়েছে।’
ডা. জাহিদ বলেন, বাড়তি দুশ্চিন্তার কিছু নেই। পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে। তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।
এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত সোয়া ৮ টায় তাকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়। তিনি দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যায় ভুগছেন।





















