তালিকার তথ্যানুযায়ী, মালিবাগ চৌধুরী পাড়ায় ১টি; আরমানিটোলায় ১টি; সূত্রাপুরের স্বামীবাগে ১টি; বনানীতে ১টি; কলাবাগানে ১টি; বসুন্ধরায় ১টি; নদ্দায় ১টি; দক্ষিণ বনশ্রীতে ১টি; মোহাম্মদপুরে ১টি, খিলগাঁওয়ে ১টি; বাড্ডাতে ১টি; খিলগাঁওয়ের সিপাহী পাড়ায় ১টি; মগবাজারের মধুবাগে ১টি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় ১টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে নরসিংদীতে ৫, নারায়ণগঞ্জে ১ এবং ঢাকায় ৪ জন। এর মধ্যে দুই শিশু রয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভূমিকম্পে ঢাকা, নরসিংদী ও গাজীপুরে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।





















