প্রিয়জন ডেস্কঃ দুর্ধর্ষ সন্ত্রাসী কাঁকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে অভিযান চালাচ্ছে পুলিশ। এসময় ২১ জনকে অস্ত্রসহ আটক করে পুলিশ। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে অপারেশন ফাস্ট লাইট।
আজ রোববার (৯ নভেম্বর) দিবাগত ভোররাতে এ অভিযান শুরু হয়। এতে পুলিশ, র্যাব ও এপিবিএন এর বারোশো সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন৷ সকাল দশটা পর্যন্ত সাড়াশি অভিযানে কাঁকন বাহিনীর ২১ জনকে আটক, ৫ টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে ৫ টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশী অস্ত্র, মাদক ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গেল ২৭ অক্টোবর চরে কাশের খড় দখলকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে বাঘায় আমান ও নাজমুল নিহত হয়। নিহত হন কাকন বাহিনীর সদস্য লিটন। এই ঘটনাশ মামলার পরে গত কয়েকদিন আগে কাঁকান বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।