
প্রিয়জন ডেস্কঃ আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর আগে তিনি বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সহকারী কোচ ও ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের দায়িত্বে ছিলেন। এর আগে লেভেল-থ্রি কোচিং কোর্স করেছেন আশরাফুল। এ ছাড়া তার খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতা কোচিংয়ে কাজে লাগবে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা।
সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আশরাফুলকে রেখে যদি তার খেলার অভিজ্ঞতাটা কাজে লাগানো যায়। আমাদের প্লেয়াররা ট্যাক্টিক্যাল জায়গাগুলোতে অনেক ভুল করেছে। আশরাফুলের অন্তর্ভুক্তি বড় একটা সাপোর্ট হতে পারে। সে অনেক বড় বড় ইনিংস খেলেছে, যখন খেলেছে আমরা আন্ডারডগ দল ছিলাম। ওই সময়ে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বড় বড় সেঞ্চুরি করেছে।’
আশরাফুলকে নিয়ে এখনই মন্তব্য করতে চান না বিসিবির আরেক পরিচালক ও সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক, ‘আসলে এরকম একজন নিতে চাইলে তার মান কী, এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না। হেড কোচ হিসেবে কাজ করলে সেটাকে মানদণ্ড হিসেবেও নিতে পারবেন না। এখানে (আশরাফুল) আসছে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে, দেখতে হবে সে এখানে কী করে। আগে শুরু করছে করুক, এখানে চুক্তির ব্যাপার। একটা সিরিজের জন্য করা হয়েছে। এখনই (বাড়তি) কমেন্ট করা কঠিন।’
এ ছাড়া বাংলাদেশের টিম ডিরেক্টর হয়েছেন রাজ্জাক। যা নিয়ে তিনি বলছেন, ‘জিনিসটা হস্তক্ষেপ হিসেবে নেবেন না। যেহেতু আমার ও পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট। এই সংক্রান্ত কোনো ব্যাপার হলে, যেহেতু আমরা এখানে ইনভলভ আছি, পরামর্শ নেওয়া হতে পারে। আমাদেরও ইনপুট দেওয়া দরকার হলে দিতে পারি। এটা কারও কাজে হস্তক্ষেপ করা না। এর আগে যখন নির্বাচক ছিলাম তখনও এসব করেছি। আমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করা, পাইলট ভাইয়ের আইডিয়া থাকলে শেয়ার করবে। এটা হস্তক্ষেপ করা না।’