• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বিএনপির বহিষ্কার ইসলামি দলগুলোর এক বাক্সে ভোট হবে-ডা. তাহের ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সরকারের সংকল্প পুনর্ব্যক্ত যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল খুলনায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের বোমা হামলায় নিহত ১, আহত ২ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় নারীদের প্রথম বিশ্বকাপ জয় জেলহত্যা দিবস আজ চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক-নুরুল হক নুর

পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ শুধুমাত্র যেকোনো স্থানে আঘাতেই সক্ষম নয়, সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে, এমন পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ ঘোষণায় বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এতদিন অসম্ভব বললেও এ ঘোষণার পর বিশেষজ্ঞরা বলছেন, গেম চেঞ্জার হবে অস্ত্রটি। পাশাপাশি এটি চাপ বাড়াবে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও। নতুন এই ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহার নিয়ে এরইমধ্যে কাজ শুরু করেছে রাশিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অব্যাহত হুমকি আর নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ কাজ করে যাচ্ছে মস্কো। এবার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করলেন পুতিন। অত্যাধুনিক পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরভেস্টনিকের সফল পরীক্ষা চালানোর দাবি রুশ প্রেসিডেন্টের। রোববার, ইউক্রেন যুদ্ধে নিয়োজিত সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিয়ে তিনি জানান, রাশিয়া ছাড়া অন্য কারো কাছে নেই এই অস্ত্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘রুশ বিশেষজ্ঞরা আমাকে বলেছিল, এটি বাস্তবায়ন করা সম্ভব নয়, কিন্তু এর গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

মস্কোর দাবি, বর্তমান ও ভবিষ্যৎ প্রতিরক্ষার জন্য অপ্রতিরোধ্য হবে নাইনএম সেভেন থ্রি জিরো বুরভেস্টনিক। কত দূরের লক্ষ্যবস্তুকে এটি আঘাত করতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই। তার মানে যেকোনো পাল্লায় আঘাত হানতে সক্ষম এই মিসাইল। প্রয়োজনে গতিপথ পরিবর্তন করেও শত্রুকে আক্রমণ করতে পারবে বলে দাবি রুশ প্রেসিডেন্টের। ন্যাটোর কাছে ক্ষেপনাস্ত্রটিক এসএসসি-এক্স-৯ স্কাইফল নামে পরিচিত।

অস্ত্রটিকে কীভাবে কাজে লাগানো যায় এবং এর ব্যবহার নিশ্চিতে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের বিষয়ে রুশ সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে কথা বলেন পুতিন। তার কাছে ক্ষেপনাস্ত্রটির সফল পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে চান পুতিন।

রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ বলেন, ‘গত ২১ অক্টোবর চালানো পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার উড়েছিল এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে ছিল। এটি প্রতিপক্ষের ছোঁড়া যেকোনো ক্ষেপনাস্ত্রকে রুখে দিতে সক্ষম।’

২০১৮ সালে বুরেভেস্টনিক তৈরির ঘোষণা দেন পুতিন। এরপর থেকে এটি তৈরি অসম্ভব বলে দাবি করে আসছিলেন বিশেষজ্ঞরা। তবে ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার পর তারা বলছেন, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাবে এই পারমানবিক ক্ষেপণাস্ত্র।

সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা স্ট্যানিস্লাভ ক্রাপিভনিক বলেন, ‘এটি একটি গেম চেঞ্জার। সামরিক বাহিনী দ্বারা সুরক্ষিত যেকোনো নো-ফ্লাই জোনেও আঘাত হানার সক্ষমতা রাখে এটি। ক্ষেপণাস্ত্রটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম নির্মাণকাজ পুরোদমে শুরু করা উচিত।’

সাত বছর আগে ঘোষণা দিলেও মূলত ২০০১ সালে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি ১৯৭২ থেকে ওয়াশিংটন সরে আসার পর এবং ন্যাটো জোটকে সম্প্রসারিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিক্রিয়া হিসেবে পুতিন অস্ত্রটি তৈরিতে মনোনিবেশ করেন।

বিশ্বের মোট অস্ত্রভাণ্ডারের প্রায় ৮৭ শতাংশের মালিকানা দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট-এফএএসের তথ্যানুসারে, বর্তমানে রুশ বাহিনীর কাছে আছে ৫ হাজার ৪৫৯ টি পারমাণবিক ওয়ারহেড। আর যুক্তরাষ্ট্রের কাছে আছে ৫ হাজার ১৭৭টি। এগুলো দিয়ে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।