• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বিএনপির বহিষ্কার ইসলামি দলগুলোর এক বাক্সে ভোট হবে-ডা. তাহের ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সরকারের সংকল্প পুনর্ব্যক্ত যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল খুলনায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের বোমা হামলায় নিহত ১, আহত ২ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় নারীদের প্রথম বিশ্বকাপ জয় জেলহত্যা দিবস আজ চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক-নুরুল হক নুর

থালাপতির সমাবেশে নিহতের পরিবারের জন্য ১০ লাখ ও চিকিৎসাধীনদের জন্য ১ লাখ রুপি অনুদানের ঘোষণা রাজ্য সরকারের

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের প্রচার সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে শিশুসহ অন্তত ৩৯ জনের। আহত হয়েছেন প্রায় একশ’ সমর্থক। এর জন্য থালাপতির দল আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতির অভিযোগ তুলেছে। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ভিড় ও গরমের কারণে ঘটেছে দুর্ঘটনা। মারা যাওয়া প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি এবং হাসপাতালে নিবিড় চিকিৎসাধীনদের জন্য এক লাখ রুপি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এ দুর্ঘটনার পর থালাপতির পরবর্তী রাজনৈতিক সমাবেশগুলোতে প্রভাব পরবে বলে শঙ্কা করা হচ্ছে।

নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর গতকাল (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলার সমাবেশে হাজির হন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। দল গঠনের এক বছরেই জনপ্রিয় হয়ে ওঠা এ নেতাকে কাছ থেকে দেখতে শুরু হয় হাজার হাজার মানুষের হুড়োহুড়ি।

এসময় পদপিষ্ট হয়ে হতাহত বহু ভক্ত সমর্থক। মুহূতেই থালাপতি বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজগাম-টিভিকের প্রচার সভা রূপ নেয় মৃত্যুর মিছিলে। এ তালিকায় বেশিরভাগই নারী ও শিশু। একই পরিবারে অনেকে প্রাণ যেমন হারিছেন, তেমনি অনেকে আহত হয়ে হাসপাতালে। এ অবস্থায় ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।

সামাবেশে আসা এক ব্যক্তি বলেন, ‘আমার ভাইয়ের দুই সন্তান ছিল। বড় ভাই মারা গেলেন, ছোট ভাই আহত। আমার শ্যালিকা আইসিইউতে আছেন। আমি কী করবো কী করা উচিত জানি না।’

এত মানুষ হতাহতের ঘটনায় হৃদয় চূর্ণ-বিচূর্ণ বলে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক ও সমবেদনা জানিয়েছেন থালাপতি বিজয়। এছাড়া এ দুর্ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতিকে দায়ী করছে থালাপতির দল।

পুলিশ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সমাবেশস্থলে ১০ হাজার মানুষের ধারণ ক্ষমতা থাকলেও প্রায় ৩০ হাজার সমর্থক যোগ দিয়েছিলো। এছাড়া শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রচার সভার অনুমতি দেয়া হয়েছিলো। বিজয় দুপুর সাড়ে ১২টা নাগাদ পৌঁছানোর কথা থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার পরে পৌঁছান। না খেয়ে এত দীর্ঘসময় মানুষ অপেক্ষা করায় গরমে অনেকে দুর্বল হয়ে পড়ে। যখন থালাপতি সমাবেশ যোগ দেন, তখন অনাকাঙ্খিতভাবে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রোপদি মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। এছাড়া মারা যাওয়া প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি এবং হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য এক লাখ রুপি অনুদান দেয়ার ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

গত ১৩ সেপ্টেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ুর ৩৮টি জেলার গুরুত্বপূর্ণ শহরে প্রতি শনিবার ও রোববার সমাবেশ করে করে যাচ্ছেন থালাপতি। ২০২৬ সালে হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ প্রচারণায় নামেন থালাপতি। প্রচার সমাবেশগুলোতে বিরোধী দল বিজেপি ও ডিএমকে তুলোধুনো করছিলেন পর্দা কাঁপানো এ অভিনেতা। কারুরের সমাবেশে দুর্ঘটনার পর পরবর্তী সমাবেশগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।