
প্রিয়জন ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চীনের বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে একটি জমকালো সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ অনেক রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। এই কুচকাওয়াজটি ‘বিজয় দিবস’ হিসেবে পরিচিত এবং এটি চীনের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি পশ্চিমাপন্থীদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে।
এ সময়, নতুন প্রজন্মের যুদ্ধবিমান, মিসাইল সিস্টেমসহ কাটিং এইজ প্রযুক্তির নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয় এতে। সেইসাথে, উন্মোচন করা হয় লেজার প্রযুক্তিসম্পন্ন নতুন যুদ্ধাস্ত্র, নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলসহ আন্ডারওয়াটার ড্রোন।