আশিকুর রহমানঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল, রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এই প্রতিবাদ মিছিল, ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব লেমন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শামানুল হক হৃদয়, যুগ্ম আহ্বায়ক পারভেজ, সওয়কত, সিহাব, আলি, মারুফ, ইমন, আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব লেমন বলেন, “দেশ স্বাধীন হলেও এখনো আওয়ামী লীগের দোসররা দেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। সাম্যকে নির্মমভাবে হত্যার মাধ্যমে তার প্রমাণ আবারও দিয়েছে তারা। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা-হত্যা বন্ধ না হলে আমরা রাজপথে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবো। শহীদ সাম্য আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাঁর রক্ত বৃথা যাবে না।”
সংক্ষিপ্ত সমাবেশ শেষে তীব্র তাপদাহ তে কলেজ শিক্ষার্থিদের সস্তি দিয়ে ঠান্ডা পানির ফিল্টার উদ্বোধন করেন।
I just could not depart your website prior to suggesting that I really enjoyed the standard information a person provide for your visitors? Is gonna be back often to check up on new posts
tps147