সিন্ধু নদীর পানি আটকে রাখলে ভারতকে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি অভিযোগ করেছেন, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া পাকিস্তানের দিকে আঙুল তোলা ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। এদিকে, ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার (২৬ এপ্রিল) একটি বিবৃতি দিয়ে পেহেলগামে হামলার দায় অস্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। এমন পরিস্থিতিতে কাশ্মীরে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার সূর্যাস্তের আগেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে অন্তত ৬টি বাড়ি, খানা তল্লাশি হয়েছে আরো শ খানেক ঠিকানায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন অপরাধী দলের সাথে সক্রিয় আছেন এমন ১৪ জনকে ২৪ ঘণ্টার নোটিশে চিহ্নিত করা গেলেও পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় জড়িত একজন অপরাধীকেও আটক করতে পারেনি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।