প্রিয়জন ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার চারঘাট উপজেলার প্রবীণ কর্মী জনাব ইউসুফ আলী গতকাল ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মরহুম ইউসুফ আলী গত (০৫/০১/১২ রোববার) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ০৭.৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
জনাব ইউসুফ আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও রাজশাহী জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেক ও রাজশাহী জেলা সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ সোমবার সকাল ১০ ঘটিকায় মুক্তারপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।