পিটিয়ে হত্যার অভিযোগ বাড়ি থেকে তুলে নিয়ে চুরির অপবাদে তরুণকে

কক্সবাজারে গরু চুরির অপবাদে এক তরুণকে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাজ্জাদ হোসেন (২১)। তিনি একই ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মো. আলমের ছেলে। তিনি ১ সন্তানের জনক বলে জানা যায়।

নিহত সাজ্জাদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে সৈকতপাড়া এলাকার বাসিন্দা নুর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গিয়ে সাজ্জাদকে তুলে নিয়ে আসে। পরে সেখানে গরু চুরির অপবাদে রাতভর পৈশাচিক নির্যাতন করে। এ সময় খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গেলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

এ বিষয়ে সাজ্জাদের মা সাহেরা খাতুন বলেন, ‘আমার ছেলে কোনও দোষ না করা সত্ত্বেও সৈকতপাড়ার নুর আহমেদ ও তার পরিবারের সদস্যরা তুলে নিয়ে যায়। পরে আমরা গেলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছেলে গরু চুরি করেছে বলে অপবাদ দেয়।’

নিহত সাজ্জাদের স্ত্রী শাহনাজ পারভীন (১৮) জানান, তার স্বামীকে হঠাৎ কয়েকজন মিলে তুলে নিয়ে যায়। পরে রাতে তাকে ছাড়িয়ে আনতে গেলে ১ লাখ টাকা দাবি করে। পরে তারা চলে আসলে হঠাৎ ভোর ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে এবং বলে তার স্বামীকে মর্গে রাখা হয়েছে।

পরে পরিবারের সদস্যরা সকালে সেখানে গেলে তার লাশ দেখতে পায়। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি কামনা করেছে সাজ্জাদের পরিবার। তারা জানান, নিরীহ নিরপরাধ মানুষকে যারা এভাবে মেরে ফেলেছে, তারা যেন পার না পায়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘হত্যার বিষয়টি আমরা শুনেছি। ইতোমধ্যে একটি টিম সেখানে গেছে এবং বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।’