• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের সম্মতি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নয়: সিবিএস ‘ইরান-ইসরাইল সংঘাত পর্যবেক্ষণ করছে সরকার, এখনই বৃদ্ধি নয় জ্বালানির দাম’ দীর্ঘ সময় পর সেঞ্চুরি পেলেন শান্ত জাতীয় ঐকমত্য কমিশনের সভায় জামায়াতে যোগদান কখনোই আপস করবে না ইরান : খামেনি জামিন ছাড়াই প্রকাশ্যে ঘুরছে’ চাঁদাবাজি ও হত্যার হুমকি মামলার ৪ আওয়ামী সাংবাদিক জাতিকে একটি সুষ্ঠু, ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব: সিইসি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সিটি কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া ‘সিন্ধু নদীর পানি আটকে রাখলে ভারতকে দাঁতভাঙা জবাব দেয়া হবে’

: সিজারিয়ান অপারেশনের সংখ্যা কমিয়ে আনতে চাই

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

সিজারিয়ান অপারেশন নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই। সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারব ততই মঙ্গল।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে ডা. সামন্ত লাল সেন বলেন, আপনারা যারা গ্রামপর্যায়ে কাজ করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা মানুষদের, অন্তঃসত্ত্বা মায়েদের বোঝান, তারা যাতে ঠিকমতো চেকআপ করেন। নিয়মিত ও সময়মতো যাতে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা মায়েরা স্বাস্থ্যপরীক্ষা করায়।

তিনি বলেন, প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সবার আগে আমি যেটা দেখি সেটা হচ্ছে এএনসি কর্নার। আমি খোঁজ নিয়ে দেখি অন্তঃসত্ত্বা (গর্ভবতী) মায়েরা কয়টা করে চেকআপ করছেন, কোথায় ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে, কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক জায়গায় বলেন আগে সিজার হয়েছে তাই সিজার করতে হবে। সেটা কোনো উত্তর হতে পারে না। আগে কেন হলো সেটার কারণ খুঁজে বের করতে হবে। আমরা যদি একেবারে মূল কারণ খুঁজে বের করে গোড়া থেকে কাজ করি তাহলে সিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে নিয়ে আসতে পারব।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, ইউএনএফপিএ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাবেন্দ্র সিং রঘুবংশী, পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আনম আল ফিরোজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর